শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ১৩:০৪

শেয়ার

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
ছবি বাংলা এডিশন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বাসদের সমন্বয়ক নবকুমার।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংবাদ–এর বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, জনকণ্ঠ–এর স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, দৈনিক করতোয়া–এর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল আই–এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশ–এর জেলা প্রতিনিধি এস.এম. তফিজ উদ্দিন, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম ও দৈনিক কালবেলা–এর জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস, প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ এবং কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।

বক্তারা সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাগর-রুনি হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যার বিচার এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ পরিষদের সদস্য, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।



banner close
banner close