হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের ৯ ঘণ্টা পর ৮ বছরের শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাতাপুর (পঁচারভাগ) মহল্লার একটি মসজিদের পুকুর থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত তামিম (৮) ওই এলাকার মিশুকচালক মামুন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরে প্রতিদিনের মতো ঘর থেকে বের হয় তামিম। বেলা ২টার দিকে এলাকার কয়েকজন তাকে দেখতে পান। ওই সময় পিতা মামুন মিয়া মিশুক চালাতে বের হয়ে যান এবং মা আকিরুন একটি এনজিও অফিসে লোন তোলার কাজে যান। বাড়িতে তামিমের তিন ছোট ভাই থাকলেও কেউ তার খোঁজখবর রাখতে পারেনি।
সন্ধ্যার আগে তামিমকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন ও আত্মীয়রা খোঁজ শুরু করেন। বাজার ও পাড়া-মহল্লায় মাইকিং করে সন্ধান চাওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে জাল ফেলে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, তামিম বিছানায় প্রস্রাব করায় তাকে গোসল করতে বলা হয়েছিল। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, মরদেহ উদ্ধারের পর শিশুটির পেটে তেমন পানি পাওয়া যায়নি।
নিহত তামিমের নানা কনু মিয়া জানান, সোমবার রাত সোয়া ১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফা বলেন, “ঘটনার বিষয়ে থানায় কোনো খবর আসেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








