শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মেহেরপুরে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ২১:০৫

শেয়ার

মেহেরপুরে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রাম থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) একটি পরিত্যক্ত ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উসমান গনি জানান, গোপন সংবাদের আলোকে মটমুড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরি সচল অবৈধ ওয়ান শুটার গান এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close