শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

হবিগঞ্জ সীমান্তে প্রবাল বণিক আটক, কষ্টিপাথরসহ জব্দ মালামাল

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৯:১৬

শেয়ার

হবিগঞ্জ সীমান্তে প্রবাল বণিক আটক, কষ্টিপাথরসহ জব্দ মালামাল
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির ধর্মঘর বিওপির টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকা থেকে তাকে আটক করে।

আটক প্রবাল বণিক হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে।

বিজিবি জানায়, তার কাছ থেকে ভারতীয় ২ হাজার ৪০০ রুপি, একটি কষ্টিপাথর, ১৪৫টি বিভিন্ন রঙের আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৬ হাজার ৬০ টাকা।

অভিযানের সময় দালাল হিসেবে চিহ্নিত মাধবপুরের দেবনগর গ্রামের মোক্তার মিয়া পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ বলেন, “আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”



banner close
banner close