গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন। বক্তাদের মধ্যে ছিলেন গোলাম মোস্তফা মুন্টু, জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ফয়সাল মাহমুদ, রফিকুল আলম, হোসেন শাহনেওয়াজ, মনোয়ার হোসেন জুয়েল, মেহেদি হাসান, ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু ও সেলিম রেজা প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুরে জনবহুল এলাকায় নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং পুরো গণমাধ্যমের ওপর ভয়াবহ আঘাত। তারা বলেন, সাংবাদিকরা সবসময় অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন এবং নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেন। এ কারণেই সাংবাদিকদের জীবন হুমকির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, গলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না, লেখনী থামানো যাবে না। মৃত্যুভয় উপেক্ষা করে তারা অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কলম চালিয়ে যাবেন। এ ধরনের হত্যাকাণ্ড সাংবাদিকদের আন্দোলন ও প্রতিবাদকে দমন করতে পারবে না।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সতর্ক করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ড বেড়ে যাবে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন:








