শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সরাইলে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১, ট্রাক জব্দ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৮:০৬

শেয়ার

সরাইলে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১, ট্রাক জব্দ
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ শাড়ি ও প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেসার্স জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ওবায়দুর রহমান (২১) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কয়লারদি হাটি গ্রামের ১নং ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ১৬৩ পিস ভারতীয় শাড়ি, যার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ২৬ হাজার টাকা, এবং ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম, যার বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



banner close
banner close