শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৭:৩৯

শেয়ার

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার
প্রতীকী ছবি

মনোহরগঞ্জ উপজেলার ছাটিতলা ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর রিয়ান ইসলাম রিফাত(২) নামের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল আনুমানিক চারটার সময় মনোহরগন্জ উপজেলার ছাটিতলা ডাকাতিয়া নদীতে একটি বাঁশের সাকুর সঙ্গে আটকে থাকা অবস্থায় শিশু রিফাতের লাশটি দেখতে পান স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় এক যুবক প্রতিবেদক কে বলেন, শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের হেদায়েতউল্লাহর পুত্র রিফাত(২)। শিশু রিফাত গত ৩দিন পূর্বে লাকসাম কালিয়াপুর নানার বাড়ি থেকে নিখোঁজ হন।

পরবর্তীতে শিশু রিফাতের পরিবার অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুটির সন্ধান পাননি। নিখোঁজ ঘটনায় রিফাতের পরিবার লাকসাম থানায় নিখোঁজ ডায়েরী করেছেন বলে জানা যায়।

এদিকে এসআই মোশারফ হোসেন বলেন- স্থানীয়দের কাছ থেকে একটি শিশুর লাশ উদ্ধারের খবর পেয়েছি। মনোহরগন্জ থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ডাকাতিয়া নদী থেকে শিশু রিফাতকে মৃত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

উক্ত ঘটনার বিষয়ে মামলার প্রস্তত্তি নেওয়া হচ্ছে। তবে শিশুটি ডুবে গিয়ে নদীতে মারা গিয়েছে নাকি হত্যা করা হয়েছে তা ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে। উল্লেখ্য যে গত ৮ আগষ্ট শিশুটি নিখোঁজ হয়েছিল।



banner close
banner close