শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

হরিরামপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৭:৩০

শেয়ার

হরিরামপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছবি সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা চত্বরে হরিরামপুর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি ও বাংলা এডিশন-এর উপজেলা প্রতিনিধি জ. ই. আকাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি জামিল বিশ্বাস এবং এখন টেলিভিশন-এর মানিকগঞ্জ প্রতিনিধি আসাদ জামান প্রমুখ।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসানের সঞ্চালনায় বক্তারা তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জোরালো বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় শনিবার পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



banner close
banner close