শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৬:৩৪

শেয়ার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন
ছবি সংগৃহীত

গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব।

রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও এর কোনও বিচার হয়নি। তারা দ্রুত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তা না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন, সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি, মাই টিভির রাজিব দেব রায় রাজু, বাংলা টিভির হামিদুর রহমান প্রমুখ।



banner close
banner close