শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় মোয়াজ্জেমের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১৪:৫১

শেয়ার

মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় মোয়াজ্জেমের মৃত্যু
ছবি সংগৃহীত

মেহেরপুরের পুলিশ লাইনপাড়া মসজিদের মোয়াজ্জেম গিয়াস উদ্দিন খন্দকার (ইনু) (৬৮) পল্লী বিদ্যুতের একটি পোলের চাপায় প্রাণ হারিয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন খন্দকার পুলিশ লাইনপাড়ার মৃত জামাল উদ্দিন খন্দকারের ছেলে। মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পল্লী বিদ্যুতের পোল স্থাপনের কাজেও যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তেলপাম্পের সামনে পল্লী বিদ্যুতের পোল স্থাপনের সময় হঠাৎ একটি পোল গিয়াস উদ্দিনের ঘাড় ও বুকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close