কুমিল্লা সদর দক্ষিণে দুলাল মিয়া (৫০) নামের এক গ্রীল ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ আগষ্ট) সকাল ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার মনোহরপুর দক্ষিন পাড়ার হারুন মিয়ার টিনসেড ঘর থেকে ব্যবসায়ী দুলাল মিযার লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া(৫০) চাঁন্দপুর মৈশান বাড়ির আমির হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে চাঁন্দপুর জনতা হাই স্কুল এলাকায় গ্রীলের ব্যবসা করে আসছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম হত্যাকান্ডের তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতের মেয়ে তাসলিমা আক্তার জেমি বলেন-
শনিবার রাত ৮টার দিকে দুলাল মিয়া গ্রীলের দোকানে কাজ শেষে নিজ বাড়ি চাঁন্দপুরে ফিরে আসেনি। এ সময় নিহতের মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরিবারের পক্ষ থেকে নিহত দুলাল মিয়াকে অন্যত্র খোঁজাখুঁজি করেও পাননি পরিবারের সদস্যরা।
পরবর্তীতে রবিবার সকালে নিহতের স্ত্রী তাহার বাড়ির পাশ্ববর্তী গ্রাম মনোহরপুর দক্ষিণ পাড়া এলাকায় নিহতের কর্মস্থল হারুন মিয়ার বসত ঘরে খোঁজতে গেলে সেখানে দুলালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুলাল মিয়া(৫০) দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ফরেনসিক রিপোর্ট আসার পর হত্যার মূল রহস্য উম্মোচন করা সম্ভব হবে। নিহত দুলাল মিয়া তাহার পাশাপাশি এলাকা মনোহরপুর গ্রামে গ্রীল ব্যবসা করার পাশাপাশি হারুন মিয়ার টিনসেড বাড়ি ও জমিজমা দেখাশুনা করতেন।
আরও পড়ুন:








