গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন কেইউজে’র সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, কেইউজে’র সহ-সভাপতি কাজী শামীম ও দেবব্রত রায়, কার্যনির্বাহী সদস্য কৌশিক দে এবং টিভি রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু। এছাড়াও সাংবাদিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অন্যতম রক্ষক। পেশাগত দায়িত্ব পালনের সময় এভাবে প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার ঘটনা গভীর উদ্বেগজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। রাষ্ট্র যদি এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেয়, তা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়—
১. সাংবাদিক তুহিন হত্যাসহ সংশ্লিষ্ট সব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা।
২. সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
৩. নিহত সাংবাদিক তুহিনের পরিবারকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান।
আরও পড়ুন:








