শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যাসহ নিপীড়নের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫ ১২:২৮

শেয়ার

সাংবাদিক তুহিন হত্যাসহ নিপীড়নের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ছবি সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। মুখে কালো কাপড় বেঁধে ব্যানার-ফেস্টুন হাতে এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক এম আর রাসেল, সদস্য সচিব সাংবাদিক শেখ ইমন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবিরসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হয়রানি, মিথ্যা মামলা ও সব ধরনের নিপীড়ন বন্ধের আহ্বান জানান তারা।



banner close
banner close