হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মানুষের শঙ্কা, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও গ্রামে অবস্থিত দেওচড়া সেতুটি। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে অনুমোদন ছাড়াই সেতুর নিচে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে, যা ইতিমধ্যে সেতুর অবকাঠামোকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে।
প্রশাসনের একাধিক অভিযানের পরও থামানো যাচ্ছে না বালুখেকো চক্রকে। স্থানীয়দের দাবি, রহমত আলী, রহম আলী ও রুস্তম আলী এই অবৈধ ব্যবসার মূল হোতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা।
অবৈধ উত্তোলনে সেতুর পিলারের পাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। পানি প্রবাহের সময় সেতু কেঁপে ওঠে, ফলে যে কোনো সময় ধসে পড়ার ঝুঁকি রয়েছে। শ্রীবাড়ি সড়কের অংশ এই সেতুটি স্থানীয়দের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। ইতিমধ্যে সেতুর ওপরের অংশ দেবে যেতে শুরু করেছে।
ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান জানান, বহুবার নিষেধ করার পরও বালু উত্তোলনকারীরা থামছে না। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধ না হলে সেতুসহ আশপাশের সড়ক ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
আরও পড়ুন:








