ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লংগন নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তানিশা মনি (৫), জুনায়েদ মিয়ার মেয়ে, এবং তাবাসসুম (৪), দুলাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুই শিশু বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি খেয়ে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটলায় বসে ছিল। কিছুক্ষণ পর নদীতে যাতায়াতরত একটি নৌকার যাত্রীরা পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পায়। পরে তারা এগিয়ে গিয়ে নিথর দেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, “সন্ধ্যার দিকে নদীতে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পাই। পরে সবাই মিলে তীরে তুলে আনি, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা নদীতে পড়ে যায়। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








