শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

দর্শনায় হাজীদের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৮:২৯

শেয়ার

দর্শনায় হাজীদের মিলনমেলা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় ২০২৫ সালের হাজীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দর্শনা পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার প্রায় আড়াই শতাধিক পুরুষ ও নারী হাজি অংশ নেন।

দর্শনা হাজী সমিতির আয়োজনে মিলনমেলার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কেরু জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ হাজী নেছার উদ্দীন। হাজী মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ হাজী মো. জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা হাজী মো. মশিউর রহমান।

মিলনমেলায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দুনিয়ার পথে মহান আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রয়াত সদস্যদের স্মৃতিচারণ করেন এবং সবাই মিলে সব সময় একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাজী নুরুল ইসলাম। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

২০১৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা হাজী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩১৪ জন, এর মধ্যে ৫২ জন ইতোমধ্যে প্রয়াত হয়েছেন।



banner close
banner close