শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

শাহজাদপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৮:১৮

শেয়ার

শাহজাদপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত, আহত ১০
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দিলে এক ভ্যানচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক বাহাদুর (৪৫) উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস বড়াল সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত থ্রি-হুইলার ও ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর নিহত হন। আহতদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, হাসপাতালে আনা আটজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close