শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে চাঁদপুরে মানববন্ধন

মতলব, চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৭:০২

আপডেট: ৯ আগস্ট, ২০২৫ ১৭:২৪

শেয়ার

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে চাঁদপুরে মানববন্ধন
ছবি সংগৃহীত

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। এতে বক্তব্য দেন সাংবাদিক বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আল-ইমরান শোভন, আবদুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম রোকন, তালহা জুবায়ের ও আলআমিন ভুঁইয়া।

এছাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (চাঁদপুর) ভারপ্রাপ্ত সভাপতি এসএম সোহেল ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিব, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম ও কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংসতা ঘটানোর সাহস না পায়।

তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা বেড়েছে। সাগর-রুনি হত্যাসহ পূর্বের বহু সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এবং বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।



banner close
banner close