গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদী থেকে সাজিদ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ডুবে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর বিকেল আড়াইটার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
নিহত সাজিদ বউবাজার এলাকার শামিম আহম্মেদের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, শনিবার দুপুরে বউবাজার এলাকায় তুরাগ নদীর উপর রেলসেতুর নিচে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নামে সাজিদ। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
টঙ্গী নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:








