শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১৩:১০

আপডেট: ৯ আগস্ট, ২০২৫ ১৩:১১

শেয়ার

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় থানায় মামলা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান।

তিনি বলেন, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে লক্ষ্মীপুর সদরের হাজীরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে।

মামলায় উল্লেখ করা হয়, চালক এনায়েতের অসাবধানতা ও তাকে একাধিকবার সতর্ক করার পরও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালান তিনি। আর তার ঘুমের ভাবের কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাদীর পরিবারের সাতজনের প্রাণহানি হয়েছে।



banner close
banner close