শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫ ১০:৪১

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ওহিদুল্লাহ আল মুহিত (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তিনি উপজেলার মিয়াপাড়া, ফুলতলা, ছত্রাজিতপুর গ্রামের বাসিন্দা এবং তিন ভাইবোনের মধ্যে বড়। তাঁর বাবা রুবেল আলী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জন পদে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মুহিত নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। তবে মাদ্রাসায় তিনি পৌঁছাননি বলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিশ্চিত করেছেন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।

হঠাৎ এভাবে ছেলের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। মুহিতের পরিবার জানান, “আমরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও কোনো খবর পাওয়া যায়নি।”

এ ঘটনায় এখনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি, তবে আজ শুক্রবার (৯ আগস্ট) থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবার। মুহিতের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়রা বলছেন, এমন ঘটনায় আমরা উদ্বিগ্ন। প্রশাসনের উচিৎ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ছেলেটির সন্ধান করা।

এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বাংলা এডিশনকে জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত জিডি বা অভিযোগ করেনি। জিডি বা অভিযোগ হওয়ার পর বিষয়টি তদন্ত করে কিশোরকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।



banner close
banner close