নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতার আগুন লেগেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগি দাম। এতে ক্রেতারা ক্ষোভ ঝাড়লেও বিক্রেতাদের অজুহাত, অতিবৃষ্টির কারণে সরবরাহে ঘাটতিতেই বেড়েছে দাম।
রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। অজুহাত অতিবৃষ্টি, আমদানি বন্ধ ও সরবরাহ কম। কারণ যাই হোক, চড়া দামে ভোগান্তিতে ক্রেতারা।
খুচরা বিক্রেতাদের দাবি, উৎপাদক ও পাইকারিতে দাম বাড়ায় তাদেরকেও বেশি দাম রাখতে হচ্ছে।
এদিকে, হঠাৎই বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজনে। সোনালিকা মুরগির দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। প্রায় সব ধরনের চালের দামও বাড়তি।
স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশসহ সব মাছই বিক্রি হচ্ছে চড়া দামে। সবজির দামও আগের তুলনায় বেড়েছে। করলা, কাঁকরোল, বরবটিসহ বেশির ভাগ সবজির কেজি এখন ৮০ টাকার আশপাশে। বেগুনের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকা হয়েছে।
প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন:








