শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ০৬:৫৬

শেয়ার

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক
ছবি সংগৃহীত

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে আমুমানুক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক আবেদিন মিয়া জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। রাতে ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন দর্শনা সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে দর্শনা ইশ্বরচন্দ্রপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলো বিজিবির একটি বিশেষ টিম।

দুপুর সাড়ে ১২টার দিকে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলো। বিজিবির টহল দল ওই মটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এক পর্যায়ে মটরসাইকেল চালক পালিয়ে যায়।

তবে মটরসাইকেলের আরোহী পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তার কাছে থাকা একটি প্যাকেট পানিতে ফেলে দেয়। বিজিবির সদস্যরাও পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের বার থাকা একটি প্যাকেট পানিতে ফেলা দেয়ার কথা স্বীকার করে আটক ব্যাক্তি।

পরবর্তীতে পুকুরের পানি ছেঁকে মোট ২১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার গুলোর মোট ওজন ২ কেজি ৪শ' ৪৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৬০ লক্ষ ৪০ হাজার ৮৯০ টাকা।

বিজ্ঞপ্তিতে ৬ বিজিবি আরও জানায়- নায়েক জাহাঙ্গীর আলম বাদি দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আর জব্দকৃত স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close