ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গভীর রাতে একটি সারের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৭১৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার এলাকার মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স নামের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মহির উদ্দিন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. শাহজাহান আলী-এর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করা হয় এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, 'রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
আরও পড়ুন:








