বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে রাখা অবস্থায় দুটি দুর্লভ ও মূল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই অভিযান চালিয়ে রেমাক্রির একটি বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, উদ্ধারকৃত পাখিগুলো তুলনামূলকভাবে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার জন্য সংরক্ষণে রাখা হয়। পরে ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের উপস্থিতিতে পাখিগুলো বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণ থেকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।
বান্দরবান বন বিভাগের কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের বন ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগেও উদ্ধারকৃত বিভিন্ন বন্যপ্রাণী সাফল্যের সঙ্গে সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমাদের কর্মীরা বন্যপ্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছেন। খুব শিগগিরই সীমান্ত সড়ক নির্মাণ শুরু হবে। এ সড়ক নির্মাণের পাশাপাশি বন ও বন্যপ্রাণী সুরক্ষায় নতুন করে আরও চারটি বন অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অফিস চালু হলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণী আরও সুরক্ষিত থাকবে।”
আরও পড়ুন:








