শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৪:৫৭

শেয়ার

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন
ছবি সংগৃহীত

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার) শারমিন আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মাসুদুর রহমান সরকার। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (এএসপি) তাজরিনা সুলতানা, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, “আমরা একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহনশীল নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। দেশের প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে সেরা স্টলগুলোকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।



banner close
banner close