কুমিল্লা'র যুবক সজিব হোসেন(৩২)কে অপহরণের ৩দিন পর কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা থেকে অপহৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(৬ আগষ্ট) উখিয়া থানাধীন ইনানী বীচ সাগর পাড় এলাকা থেকে সজিব হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত সজিব হোসেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেন ও জাহানারা দম্পতির ছেলে। অপহৃত সজিব হোসেন(৩২) রাজমিস্ত্রি'র কাজ করতেন বলে জানা যায়।
হত্যাকান্ডের ঘটনায় অপহরণকারীদের এখনো আটক করতে পারেনি পুলিশ । এদিকে কক্সবাজার জেলার উখিয়া থানার পুলিশ সদস্যরা দোষীদের গ্রেফতার করার লক্ষে অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, অপহরণের শিকার নিহত সজিব হোসেন ৩-৪ দিন পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যায়। হাসাপাতালে যাওয়ার পর থেকে সজিব হোসেন(৩২)এর কোন প্রকার সন্ধান পাননি পরিবার। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে বাবা কামাল হোসেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এর একদিন পর সজিবের বাবা কামাল হোসেনের নিকট অপহরণকারীরা এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের কথা মতে নিহত সজিবের বাবা টাকা দিতে না পারলে অপহৃত সজিব হোসেনকে মেরে কক্সবাজার উখিয়া সাগর পাড়ে ফেলে রেখে চলে যায়। অপহৃত সজিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখতে পাওয়া যায়।
এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান- ভিকটিম সজিব হোসেন(৩২) কিছু দিন আগে নিখোঁজ হয়েছিল। পরবর্তীতে ভিকটিমের বাবার নিকট অপহরণকারীরা মুক্তিপণ চেয়েও মুক্তিপণের টাকা না পেলে উক্ত অপহরনকারীরা সজিবকে মেরে কক্সবাজার উখিয়া'য় সাগরের কিনারায় ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার সজিবের লাশটি কক্সবাজার সরকারী হাসপাতাল থেকে নিহতের বাবা কামালের হোসেনের নিকট আইনী পক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








