শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

নিখোঁজের ৩ দিন পর মিললো শিশু মুনতাহার মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ১৪:২২

শেয়ার

নিখোঁজের ৩ দিন পর মিললো শিশু মুনতাহার মরদেহ
ছবি সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামে সুতাং নদীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর অবশেষে মুনতাহা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় সুতাং নদীতে পড়ে যায় শিশু মুনতাহা। ঘটনার পরপরই শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়, তবে কোনো সন্ধান মেলেনি।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে চুনারুঘাটের বদরগাজী এলাকায় নির্মাণাধীন একটি সেতুর নিচে মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।

জানাজা শেষে মুনতাহার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



banner close
banner close