শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সিংড়ায় সরকারি গুদামে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক সহোদর আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ২১:১১

শেয়ার

সিংড়ায় সরকারি গুদামে চাঁদাবাজির অভিযোগে ভুয়া সাংবাদিক সহোদর আটক
ছবি সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় সরকারি খাদ্যগুদামে চাঁদাবাজির চেষ্টাকালে ভুয়া সাংবাদিক পরিচয়ধারী দুই সহোদরকে আটক করেছে পুলিশ। তারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।

বুধবার (৬ আগস্ট ২০২৫) সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন—তাড়াশ উপজেলার আসানবাড়ি গ্রামের জেলহাজ্ব প্রামানিকের দুই ছেলে হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬)। তাদের কাছ থেকে ‘গণমুক্তি’ ও ‘মুক্তখবর’ নামে দুটি অখ্যাত পত্রিকার একাধিক পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাড়াশ থেকে সাংবাদিক পরিচয়ে দুই ব্যক্তি সিংড়ার সরকারি খাদ্যগুদামে এসে অনৈতিক সুবিধা দাবি করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।"

তিনি আরও জানান, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close