শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ঈশ্বরদীতে কিশোরদের বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, মামলা দায়ের

পাবনা প্রতিনিধি:

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৮:২৩

শেয়ার

ঈশ্বরদীতে কিশোরদের বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, মামলা দায়ের
ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কিশোরদের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং কন্যাশিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নারিচা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সার ও কীটনাশক ব্যবসায়ী লিটন প্রামাণিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, লিটনের ছেলে রাহী (১৪) ঈশ্বরদী ভোকেশনাল স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং অভিযুক্ত সোহেল প্রামাণিকের ছেলে অপু (১৬) এস এম স্কুলের দশম শ্রেণিতে পড়ে।

গত ২৫ জুলাই ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আড্ডার সময় অপুর সঙ্গে তার এক বন্ধুর কথাকাটাকাটির জেরে মারামারি হয়। রাহী সেই মারামারি থামানোর চেষ্টা করে এবং আহত অপুকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন অপুর বাবা সোহেল প্রামাণিক ঈশ্বরদী থানায় মামলা করেন এবং মামলায় রাহীকে দ্বিতীয় আসামি করা হয়। পরে রাহী আদালত থেকে জামিন নিয়ে নিরাপত্তার কারণে পাবনার বাইরে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট মামলার অপর এক আসামি নির্জনকে মারধর করেন সোহেল প্রামাণিক। পরদিন নির্জন ও তার লোকজন পাল্টা হামলা চালায় সোহেলের ওপর। এর জেরে ৬ আগস্ট সন্ধ্যায় লিটনের ভাই জুয়েল প্রামাণিকের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল লিটনের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় নারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

হামলাকারীরা গেট ভেঙে বাড়িতে ঢুকে লিটনের মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে মহিলাদের মারধর করে এবং ঘরে ঢুকে আসবাবপত্র, টেলিভিশন, মোটরসাইকেল, ফ্রিজসহ মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেওয়ার অভিযোগও রয়েছে। যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দিয়ে যায় তারা।

ভুক্তভোগী লিটন প্রামাণিক বলেন, “ছেলের কোনো দোষ ছিল না। সে তো বরং আহত অপুকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। অথচ তার নামে মামলা দেওয়া হয়েছে এবং আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

লিটনের স্ত্রী লতা খাতুন বলেন, “সন্ধ্যায় বাসার কাজে ব্যস্ত থাকার সময় জুয়েল ও নাজমুলসহ অনেকে এসে গালিগালাজ করে গেট ভেঙে ঘরে ঢোকে। মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করলে বাধা দিই, তখন আমাদের মারধর করে ও ঘরে লুটপাট চালায়।”

অভিযুক্ত সোহেল প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে ফোন দিলে অপর একজন জানান, তিনি অসুস্থ এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা রুজু ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



banner close
banner close