শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: মূলহোতা মুস্তাকিন গ্রেফতার, ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৭:৪১

শেয়ার

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: মূলহোতা মুস্তাকিন গ্রেফতার, ভিকটিম উদ্ধার
ছবি সংগৃহীত

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মুস্তাকিন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৯। একইসঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে র‍্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত মুস্তাকিন মিয়া বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

র‍্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল মুস্তাকিন এবং বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিত। একপর্যায়ে ২০২৫ সালের ১৩ মে দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে, স্কুলের সামনে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় মুস্তাকিন জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৫ আগস্ট দিবাগত মধ্যরাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল বাজার এলাকায় অভিযান চালিয়ে মুস্তাকিনকে গ্রেফতার করে। একই সময়ে ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোগার জানান, গ্রেফতারকৃত মুস্তাকিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close