শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কুয়াকাটা সৈকতে নিখোঁজ সামাদের মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

কুয়াকাটা সৈকতে নিখোঁজ সামাদের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়া খুলনার তরুণ মিঞা সামাদ সিদ্দিকী পারভেজের (১৭) মরদেহ প্রায় সোয়া তিন ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকার কাছাকাছি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামাদ খুলনা শহরের খালিশপুর এলাকার মো. আলীউল ইসলামের ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সোমবার রাতে খুলনা থেকে আসা সাত সদস্যের একটি পর্যটক দল কুয়াকাটায় আসে এবং স্থানীয় এক আবাসিক হোটেলে অবস্থান করে। পরদিন মঙ্গলবার সকাল ১১টার দিকে দলের পাঁচজন সদস্য সৈকতে গোসল করতে নামেন। সামাদও তাদের সঙ্গে পানিতে নামেন। তবে তিনি সাঁতার জানতেন না।

গোসলের একপর্যায়ে হঠাৎ একটি বিশাল ঢেউ এসে সামাদকে সাগরের গভীরে টেনে নিয়ে যায়। তার সঙ্গীরা কোনোভাবে তীরে ফিরলেও সামাদ নিখোঁজ হয়ে যান।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশীদ জানান, "ছেলেটি হাত উঁচিয়ে সাহায্য চাইছিল, আমরা ছুটে যাচ্ছিলাম, কিন্তু তখনই সে পানির নিচে তলিয়ে যায়।"

নিখোঁজের খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর, গোসলরত অপর এক পর্যটকের পায়ে মরদেহটি স্পর্শ করলে তাৎক্ষণিকভাবে ডুবুরি দলকে জানানো হয় এবং তারা মরদেহটি উদ্ধার করে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, "মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, "লাশ থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"



banner close
banner close