শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলায় ২২ বছর পর ৩ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৬:২৭

শেয়ার

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে হত্যা মামলায় ২২ বছর পর ৩ জনের যাবজ্জীবন
ছবি সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা হত্যা মামলায় ২২ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট সাব্বির আহম্মেদ এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অমরেন্দ্র নাথ ঘোষ, অ্যাডভোকেট সঞ্জীব সরকার ও অ্যাডভোকেট নাজমুন নাহার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন:

আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন:

দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম ও মো. আলিম ওরফে আলম।

খালাসপ্রাপ্তরা হলেন:

রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছা. কহিনুর বেগম, মোছা. মরিয়ম বিবি এবং মোছা. কমেলা বেগম।

মামলা চলাকালীন সময়ে আরেক আসামি সায়েদা মারা যান।

মামলার প্রেক্ষাপট:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র—লাঠি, হাসুয়া ও ফালাসহ—সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা গুরুতর আহত হন।

আহতদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শফিকুল, সেরিনা ও নার্গিস সুলতানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় সামাদ নামের এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তা ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়।



banner close
banner close