শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কুয়াকাটায় ঢেউয়ের তোড়ে ভেসে গেল খুলনার কিশোর, চলছে উদ্ধার অভিযান

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১৩:৫৭

শেয়ার

কুয়াকাটায় ঢেউয়ের তোড়ে ভেসে গেল খুলনার কিশোর, চলছে উদ্ধার অভিযান
ছবি সংগৃহীত

ছুটি কাটাতে কুয়াকাটা এসে প্রাণ গেল খুলনার এক কিশোরের—এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার সঙ্গীদের মধ্যে। কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় মিয়া সামাদ সিদ্দকী (১৭) নামের ওই কিশোর।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা এবং সাত সদস্যের একটি পর্যটক দলের সদস্য। দলটি সোমবার কুয়াকাটায় এসে এক আবাসিক হোটেলে উঠেছিল।

পরদিন সকালে পাঁচজন মিলে সৈকতে গোসলে নামে। সাঁতার জানতেন না সামাদ। হঠাৎ এক বড় ঢেউ এসে তাকে গভীর পানিতে টেনে নেয়। তার বন্ধুরা তীরে ফিরতে পারলেও সামাদ আর ফেরেনি।

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আতঙ্কের মুহূর্ত:

স্থানীয় দোকানি হারুন বলেন, "ছেলেটা পানির মধ্যে হাত নাড়িয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে গিয়েছিলাম, কিন্তু তার আগেই সে তলিয়ে যায়।"

উদ্ধার অভিযানে নেমেছে তিন বাহিনী:

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুয়াকাটা নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। সঙ্গে যুক্ত হন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এখনও পর্যন্ত কিশোরটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

এসআই মনিরুজ্জামান জানান, “নিখোঁজ কিশোরকে উদ্ধারে আমাদের অভিযান চলছে। ঢেউ ও স্রোতের কারণে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে।”

সঙ্গী সেলিম রেজা বলেন, “একসাথে ঘুরতে এসে এমন ঘটনা ঘটবে ভাবিনি। আমরা খুব উদ্বিগ্ন। সামাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”

উল্লেখযোগ্য যে, কুয়াকাটায় প্রতি বছর পর্যটনের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে এধরনের দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক বিপদে পড়েন।



banner close
banner close