চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে দ্রুতগতির লরির ধাক্কায় সাব্বির হোসেন (২০) নামের এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন লরিচালক।
বুধবার (৬ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ারোড এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন চট্টগ্রাম নগরীর হালিশহর থানার উত্তর হালিশহর এলাকার মিয়াজের বাড়ির আলী আব্বাসের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, ত্রুটিজনিত কারণে স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে লরির হেলপার গাড়ির ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা মরদেহ উদ্ধারে কাজ করছেন। একটি ক্রেন পৌঁছালে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হবে।
আরও পড়ুন:








