শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১১:২৬

আপডেট: ৬ আগস্ট, ২০২৫ ১১:৫৯

শেয়ার

কেরানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর মাদকবিরোধী অভিযানে ১১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ৫ আগস্ট বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানার বড় কুশিয়ারবাগ জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৩৩ হাজার ৬০০ টাকা মূল্যের ১১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—মো. রাজন (২৬) পিতা মৃত দেলোয়ার হোসেন। ফুলবানু বেগম (৫২) স্বামী মৃত দেলোয়ার হোসেন এবং তারা রাজধানীর চকবাজার থানার পেস্তা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close