শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষ্য ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২১:২০

আপডেট: ৫ আগস্ট, ২০২৫ ২১:২২

শেয়ার

গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষ্য ঠাকুরগাঁওয়ে জামায়াতের গণমিছিল
ছবি বাংলা এডিশন

জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।

মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে জেলা শহরের প্রধান প্রাধান সরক প্রদক্ষিন করে পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন জামায়াতের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার জীবন, অজস্র পঙ্গুত্ব ও আহতের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাইয়ের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরী হয়েছে, তা আমাদের সকলকে মিলে ধরে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে সকল দেশ প্রেমিক, ইসলামী মূল্যবোধের শক্তি একসাথ কাজ করতে হবে। সেই সাথে ফ্যাসিস্ট গণহত্যাকারি শেখ হাসিনা ও তার দোষরদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। দল হিসাবে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় সমাবেশে, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরসহ বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।



banner close
banner close