শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২০:৩৮

শেয়ার

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ছবি সংগৃহীত

ফেনীর দাগনভূঁঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দাগনভূঁঞা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঁঞা পৌর শহরের জিরো পয়েন্টে পৌঁছালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, 'বিজয় র‍্যালিতে হামলার ঘটনা একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ নেতাকর্মীদের ওপর এ হামলা চালিয়েছে।'

এছাড়াও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, 'দলীয় নেতাকর্মীদের নিয়ে জিরো-পয়েন্টে রক্তদান কর্মসূচি পালন করছিলাম। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কটাক্ষ করে মন্তব্য করেন। তখন আমাদের নেতাকর্মীরা তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি।'

এ ব্যাপারে দাগনভূঁঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, 'ঘটনাস্থলে তাৎক্ষণিক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'



banner close
banner close