শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা

শরীয়তপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ২০:২৭

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শরীয়তপুরে শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং ১৪ জন শহীদ পরিবার ও আহত ৮৩ জন রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এর আগে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইমরুল হাসান, জাতীয় নাগরিক পাটি, (এনসিপি) শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিন্টু আদর প্রমুখ।



banner close
banner close