শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ভারতে বাংলাদেশিকে আটকে নির্যাতনের ভিডিও দিয়ে মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৪:৫৪

আপডেট: ৫ আগস্ট, ২০২৫ ১৭:৩৬

শেয়ার

ভারতে বাংলাদেশিকে আটকে নির্যাতনের ভিডিও দিয়ে মুক্তিপণ দাবি
ছবি সংগৃহীত

ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অপহৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২)।

অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। একই সঙ্গে মিঠুনকে নির্যাতনের একটি ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে তাকে হত্যার হুমকিও দিয়েছে তারা।

মিঠুনের বাবা আব্দুর রউফ জানান, মিঠুন কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে একটি ভারতীয় নম্বর থেকে মিঠুনের পরিবারের কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে মিঠুনকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অপহরণকারীরা মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি মিঠুনের পরিবারের কাছেও পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানায়, ভিডিওটিতে মিঠুনকে চরমভাবে ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল।

অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারাও ভারতের কাশ্মীরে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর মিঠুনের পরিবার স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল বলেন, বিষয়টি প্রাথমিকভাবে এমনি জানতে পেরেছি। অভিযোগ দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।



banner close
banner close