জাতীয় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে, একইদিন সকালে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামুল হকের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এবং সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রক্তাক্ত-২৪ গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি নির্ভীক ঘোষণা। গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের চেতনাকে জাগ্রত রাখে। শহীদদের রক্তের মূল্য কখনও অস্বীকার করা যাবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক কায়ছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মুজাহিদ হোসাইন সাগর, প্রচার-প্রকাশনা সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোকতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আবদুল খালেক, রায়হান সিকদার, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, মোছাদ্দেক হোসেন, মোহাম্মদ ইউসুফ, ফাহিম শাহরিয়ার সাফাত।
পরে, দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। ##
আরও পড়ুন:








