শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

এমন স্বাধীনতা দিয়ে আমরা কি করবো জুলাই শহীদ সেলিমের স্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১৪:০৮

শেয়ার

এমন স্বাধীনতা দিয়ে আমরা কি করবো জুলাই শহীদ সেলিমের স্ত্রী
ছবি সংগৃহীত

২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে যখন স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সেলিম তালুকদার।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।

নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিএনটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।

৫ আগস্ট জুলাই গন‌অভূথ্যন দিবসের দিন সকালে এক ফেসবুক স্ট্যাটাস দেন সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার।

তার দেওয়া স্ট্যাটাসে সুমী লিখেন, ‌‌‘সবাই বিজয়ের উল্লাস করছে আর আমরা আমাদের মানুষগুলো কে হারনোর শোকে ভুগছি। এমন স্বাধীনতা দিয়ে কি করব যেখানে আমাদের প্রিয় মানুষের সাথে স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না। এমন স্বাধীনতা তো আমরা চাই নি যেখানে আমাদের কাছের মানুষ গুলো থাকবে না। তাদের জীবনের বিনিময় এমন স্বাধীনতা আমরা চাই নি। এটা মানা আমাদের জন্য শ্বাসরুদ্ধকর কষ্ট।



banner close
banner close