শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৫ ১২:২০

শেয়ার

বাগেরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি ও আলোচনা সভা
ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় র‍্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালিটি শুরু হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শুরুর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জাতি চিরকাল তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”



banner close
banner close