জুলাই বিপ্লব উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়ন কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পরে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ পর্বে বিএমডিএ ভবনের সামনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলী, অপারেটর, কৃষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল কারিম, গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, সদর উপজেলা সহকারী প্রকৌশলী মুসাইদ মাসরুব এবং উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী। এছাড়াও স্থানীয় একাধিক অপারেটর ও কৃষক বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন এবং বরেন্দ্র অঞ্চলের কৃষি ও উন্নয়ন কার্যক্রমে বিএমডিএ’র অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বর্তমান কৃষিনির্ভর অর্থনীতিতে বিএমডিএ'র ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশের কৃষি উন্নয়ন ও শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচি শেষে বৃক্ষরোপণ কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:








