শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সেনা অভিযানে অনলাইন জুয়া ও মাদক চক্রের ছয় সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ২০:৫৪

শেয়ার

সেনা অভিযানে অনলাইন জুয়া ও মাদক চক্রের ছয় সদস্য আটক
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ অভিযানে অনলাইন জুয়া এবং মাদক ব্যবসার সাথে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ৮টি মোবাইল ফোন এবং নগদ ৪৩৯৫ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৪ আগস্ট) বিকালে ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনানের (৭ বীর) নেতৃত্বে ঠাকুরগাঁও সদর আর্মি ক্যাম্পের একটি দল ভুল্লী উপজেলার কচুবাড়ী গ্রামে অভিযানটি পরিচালনা করে। স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাছের ফিশারির পাহারাদারের ঘরে এই অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন মো: মোস্তফা (৩৫), ধর্মনারায়ন (৩০), কামরুল ইসলাম (২৮), মমিনুল ইসলাম (৩৮), তাপস চন্দ্র রায় (৩২) এবং আ: কাইয়ুম (২৮)। তাদের সবার বাড়ি ভুল্লী উপজেলার বিভিন্ন গ্রামে।

অভিযান শেষে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরছালিন তুরাগের কাছে হস্তান্তর করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁও সদর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনান বলেন গোপন সংবাদে জানতে পারি আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার খোলা পরিচালনা ও মাদকের ব্যবসা করে আসছিল। আগামীতে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close