ছবি সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ি পরিবহনের সময় দুইজনকে আটক করেছে বন বিভাগের টহল দল।
সোমবার (৪ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শরণখোলা স্টেশনাধীন ধাবরি খালে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. মাসুম হাওলাদার (২৯), পিতা মৃত সোরাব হাওলাদার, এবং জান্নাতুল আকন (১৯), পিতা মিজান আকন। তারা দুজনেই শরণখোলা উপজেলার বাসিন্দা।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, একটি বেড় জাল এবং আনুমানিক দুই কেজি চিংড়ি জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ ও পরিবহনের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন:








