পাবনায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ আগস্ট) দুপুরে জুলাই রেভুলোশনারি এলায়েন্স আয়োজনে পাবনা প্রেসক্লাবের সেমিনার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় পাবনা জেলা জুলাই রেভুলোশনারি এলায়েন্স আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জুলাই আন্দোলনের নিহত পিতা আবুল কালাম আজাদ, জেলা স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান, জেলা জুলাই রেভুলোশনারি এলায়েন্স সদস্য সচিব ইউসুফ আরফান বিপ্লবসহ জুলাই আন্দোলনের সকল শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে জুলাই আগস্ট শহীদদের স্মরণ করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে শহীদ চত্বর থেকে জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটির শহীদ চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনে এসে শেষ হয় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভাস।
পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনের মধ্যে যে সকল সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিহত হয়েছে আজও পুলিশ প্রশাসনের বিচারের আওতায় আনতে পারেনি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এই সকল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন:








