বয়স ১০৭ বছর। তবু ঈমানি দায়িত্ব থেকে বিরত হননি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের প্রবীণ আলেম হাফেজ মো. আরজ উদ্দিন। কোনো চুক্তিভিত্তিক বেতন না নিয়েই তিনি এখনো স্থানীয় একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
জীবনের দীর্ঘ ৮২ বছর তিনি কাটিয়েছেন মসজিদের খেদমতে। মাত্র ১৩ টাকার বেতনে অল্প বয়সে ইমামতি শুরু করেন এবং টানা ৪৩ বছর একই সম্মানিতে দায়িত্ব পালন করেন। বর্তমানে বয়সজনিত দুর্বলতা ও পারিবারিক সীমাবদ্ধতা সত্ত্বেও দায়িত্ব থেকে বিরত হননি এই ধর্মভীরু আলেম।
বাংলা এডিশনের সঙ্গে আলাপকালে হাফেজ মো. আরজ উদ্দিন বলেন, “প্রায় ৮২ বছর ধরে ইমামতি করছি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া জীবনে কিছুই চাইনি। দারিদ্র্যের কারণে বহু সময় উপোসে থাকতে হয়েছে। এমনকি আমার পিতা সংসার চালাতে গিয়ে ৯ কানি জমি বিক্রি করে দিয়েছিলেন। তবুও কখনো ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
তিনি আরও বলেন, “এখন কোনো বেতন নেই, কিন্তু ইমামতির কাজ চালিয়ে যাচ্ছি। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকার আশা রাখি—এটাই আমার চাওয়া।”
স্থানীয় সাংবাদিক মো. মাসুদ মিয়া বলেন, “হাফেজ আরজ উদ্দিন একজন প্রজ্ঞাবান, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরলসভাবে ইমামতি করে আসছেন। সমাজে এমন মানুষ আজ বিরল। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
জনপ্রাণ্যে শ্রদ্ধেয় এই আলেমের জীবনাচার ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য হতে পারে এক অনুকরণীয় উদাহরণ।
আরও পড়ুন:








