নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন সংলগ্ন পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে রাখার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি আন্তঃনগর ট্রেন। স্থানীয়দের সতর্কতায় সময়মতো বিষয়টি নজরে আসায় সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাত ১১টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে তালাবদ্ধ অবস্থায় শিকল প্যাঁচানো দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি তারা দ্রুত নলডাঙ্গা থানা পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। পরে আত্রাই থেকে আসা রেলওয়ে মিস্ত্রির সহায়তায় শিকলটি অপসারণ করে লাইন সচল করা হয়।
স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন ও মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা বাজার থেকে বাড়ি ফেরার পথে রেললাইনে তালা ও শিকল প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। এরপরই বিষয়টি থানায় জানাই।”
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছি। পরে রেলওয়ে কর্মকর্তারা এসে শিকলটি কেটে রেল চলাচল স্বাভাবিক করেন।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে রেললাইনে শিকল লাগিয়ে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আরও পড়ুন:








