শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সুনামগঞ্জে বাস ধর্মঘট: তিন দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ১২:২৪

শেয়ার

সুনামগঞ্জে বাস ধর্মঘট: তিন দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা
ছবি সংগৃহীত

তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সদস্যরা। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

সূত্র জানায়, রোববার সকালে ভাড়া সংক্রান্ত বিষয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে হেলপার দেলোয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বাসে ভাঙচুর চালানো হয়। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতির ডাক দেন।

কর্মবিরতির কারণে রোববার রাত থেকে সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট কিংবা ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। সোমবার সকাল থেকে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা দীর্ঘসময় অপেক্ষা করলেও বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে পরিবহণ শ্রমিকদের পিকেটিংয়ের কারণে।

বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে গন্তব্যে না গিয়ে ফিরে গেছেন। কেউ কেউ পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে অনিশ্চিত সময় পার করছেন।

মধ্যনগর উপজেলা থেকে আসা যাত্রী সেরুজ্জামান বলেন, “সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। আমাদের গন্তব্য ছিল সিলেটের শাহজালালের মাজার। কিন্তু স্ট্যান্ডে এসে ধর্মঘতের খবর শুনে চরম বিপাকে পড়েছি।”

আরেক যাত্রী আব্দুস সবুর বলেন, “আমরা অনেক দূর থেকে এসেছি। সকাল থেকে আটকে রয়েছি। কোনো কিছু হলেই হুট করে ধর্মঘট দিয়ে রাস্তায় নেমে যায় শ্রমিকরা। অথচ ভোগান্তিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষকে।”

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, “শ্রমিকদের দাবির বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।”



banner close
banner close